ইন্দোনেশিয়ার আছড়ে পড়ল বিরাট সুনামি। শুক্রবার দুপুরে প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৫। শুক্রবার এই ভূমিকম্পে ভেঙে পড়ে বহু বাড়ি। পাশাপাশি সুনামি সতর্কতাও জারি করা হয়।
ইন্দোনেশিয়ার মধ্যভাগে সুলাওয়েসি এলাকায় এই ভূমিকম্পের উত্পত্তিস্থল বলে জানা গিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানাচ্ছে ভূকম্পনের উত্সস্থল ছিল মাটি থেকে ১৮ কিমি ভিতরে ও ডোংগালা শহর থেকে ৩০.৫ কিমি উত্তরে। এর ফলে আগেই বহু বাড়ি ভেঙে গিয়েছিল, আর এই সুনামিতে ভেসে যাচ্ছে ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও।
এই সুনামিতেই ভেসে গেল ইন্দোনেশিয়ার বহু এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভয়াবহ সুনামির ভিডিও।
Major tsunami reported to have hit Palu, Indonesia after M 7.5 earthquake today, Sept 28! pic.twitter.com/01pQw4oNCB— severe-weather.EU (@severeweatherEU) September 28, 2018
ভয়াবহ এই সুনামিতে ইতিমধ্যেই গৃহহীন হয়েছে বহু মানুষ। যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার এজেন্সির মুখপাত্র সুতোপো পুরউও নুগ্রহ একটি বিবৃতিতে জানান আতঙ্কে দিশাহারা সাধারণ মানুষ।
এর আগে, অগাস্ট মাসের শুরুর দিকে ভয়াবহ ভূমিকম্পে প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে ইন্দোনেশিয়া। ২৯ জুলাই ৬ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল লোম্বক দ্বীপ। তখন ১২ জনেরও বেশি মানুষ মারা যান।

0 comments:
Post a Comment