১০ বছরে অর্ধেক হয়েছে দারিদ্র্য, অগ্রগতির নজির গড়ল ভারত



দেশের দারিদ্র্য একটু একটু করে কমছে। ১০ বছরে অর্ধেক হয়েছে ভারতের দারিদ্র্য। রাষ্ট্রসংঘের এই রিপোর্ট দেশের জন্য অত্যন্ত আশাজনক।

গত ১০ বছরে দেশের দারিদ্র্য কমে অর্ধেক হয়ে গিয়েছে। রাষ্ট্রসংঘের 'হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স'-এর সাম্প্রতিক সমীক্ষয় এমন তথ্যই উঠে এসেছে। ভারত এব্যাপারে উল্লেখযোগ্য উন্নতি করেছে বলেও জানানো হয়েছে।

১০ বছর আগেও ৫৫ শতাংশ মানুষ ভারতে দরিদ্র ছিল। এখন সেটা কমে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। ভারতকে উন্নয়নের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রসংঘের এক আধিকারিক অচিম স্টেনার।

এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর UNDP-র এক কর্তা ফ্রাঙ্কাইন পিকআপ বলেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে সামগ্রিক উন্নয়ন হলেও মহিলারা এখনও স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা থেকে বঞ্চিত।

তিনি বলেন, "যে দেশ এতখানি অগ্রগতির নজির গড়েছে, সেই দেশে এখনও বঞ্চনার শিকার মহিলারা। বিশেষ মহিলাদের অগ্রগতি পুরুষের তুলনায় অনেকটাই কম।  শিক্ষা ও কর্মক্ষেত্রে মহিলাদের সুযোগ আজও কম।"

প্রয়োজনীয় শিক্ষা বা জীবনযাত্রারও মানে পিছিয়ে রয়েছে ভারতীয় মহিলারা।


Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment