ধর্ষণ রুখতে এবার আসরে নেমে পড়ল মোদি সরকার। নারী নিরাপত্তার জন্য ৮ শহরে বিশেষ কিছু পদক্ষেপ করা হচ্ছে।
ওমেন সেফ সিটি নামের একটি নতুন প্রকল্প আনতে চলেছে কেন্দ্র সরকার। ৩ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় আসছে মোট আটটি শহর। তালিকায় আছে, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমেদাবাদ এবং লখনউ।
শুধু মহিলাদের নয়, শিশুদের জন্যও এই ৮ শহরকে পুরোপুরি নিরাপদ বানাতে চায় মোদি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই আট শহরে নারী নিরাপত্তার জন্য শুধুমাত্র মহিলা পুলিশের বিশেষ দল বানানো হচ্ছে।
এই অল উওম্যান পুলিশ ফোর্স গোটা এলাকায় টহলদারি চালাবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং নির্জন স্থানে লাগানো হবে পাবলিক প্যানিক বাটন। থাকবে সহায়তা দপ্তরও। রাস্তায় লাগানো হবে এলইডি লাইট। এছাড়াও আরও সক্রিয় করা হবে ফরেনসিক দল এবং সাইবার ক্রাইম দলকে।
এই প্রকল্পের কলকাতাতে সবচেয়ে বেশি খরচ করা হবে। কলকাতা শহরের জন্য খরচ করা হবে ৬৬৭ কোটি টাকা। কলকাতার পরই দিল্লিতে খরচ হচ্ছে প্রায় ৬৬৩ কোটি টাকা।

0 comments:
Post a Comment