'৪২টি লোকসভা আসনের সবক'টি যেন তৃণমূল পায়।' মা তারার কাছে অনুব্রতর প্রার্থনা



কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ মানুষের ঢল। তারই মাঝে জেল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হাজির হন। পরনে সাদা পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষ হাতে জবা ফুলের ডালি।

শিবভক্ত অনুব্রত মণ্ডল এর আগে প্রায়ই তারাপীঠে গিয়ে পুজো দিয়েছেন। মা তারা তাঁর মনস্কামনা পূরণ করে বলে তিনি দাবি করেন।

১০৮টি জবার মালা দিয়ে তারাপীঠে পুজো দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে ঢুকে নিজের হাতে তারা মাকে পুজো দেন। আগামী লোকসভা নির্বাচনের তৃণমূলের সাফল্যের জন্য প্রার্থনাও করেন অনুব্রত।

পুজোর শেষে অনুব্রত জানান, 'মায়ের কাছে প্রার্থনা করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যজুড়ে যা উন্নয়ন করেছে তাঁকে খালি হাতে ফিরিও না। মা তুমি সব পারো। রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবক'টি যেন তৃণমূল পায়।''

গতমাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তারাপীঠ সফরে যান। অমিত শাহের এই সফর প্রসঙ্গে রবিবার নাম না করে অমিত শাহকে 'কুকুর' বলে কটাক্ষ করেন অনুব্রত। বলেন, ''কুকুর খেপে গেলে যখন ইনজেকশনে কাজ করে না, তখন সে মন্দিরে মন্দিরে ঘুরে বেরায়।''



জেলা সভাপতি বলেন, ''আগেও যেমন মা আমাকে আশীর্বাদ করেছেন। বলেছেন, তোরা ৪২ এ ৪২ পাবি!'' এবারও রাজ্যের সব আসনে জয়ের ব্যাপারে আশীর্বাদ করেছেন।


Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment