রাতভর বৃষ্টিতে বেঙ্গালুরুর বেলান্দুর লেক ভরে উঠল তুষারের মতো ঘন ফেনায়। কি সেটি? সেটা যে আসলে ঠিক কি তা বুঝতে পারছেন না স্থানীয় মানুষ। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুবাসী দেখতে পান বেলান্দুরের ঘন সাদা ফেনা হ্রদ ছাড়িয়ে শহরের রাস্তায় ঢুকে পড়েছে। কোথাও কোথাও ফেনা প্রায় ১০ ফুট উঁচু হয়ে গিয়েছে। কারও বাড়ির বাগান, কারও গাড়ির ছাদের উপরে দেখা যায় তুষারের মতো ঘন ফেনার স্তুপ। শহরবাসীর অভিযোগ, ওই তুষারফেনার সঙ্গে তুষারপাতের কোনও মিল নেই। সাদাটে রঙের ঝাঁঝালো গন্ধময় ফেনায় বেঙ্গালুরুর বাতাস ভারী হয়ে যায় মঙ্গলবার সকাল থেকেই।
এটি বিষাক্ত সাদা ফেনা ও বুদবুদ, যাতে ঢেকে যাচ্ছে গোটা লেকটি। মনে করা হচ্ছে , দূষণে ভরা হ্রদের বিষাক্ত রাসায়নিকের সঙ্গে বৃষ্টির জলের মিশ্রনে তৈরি হওয়া বিক্রিয়ার ফলেই ফেনার ধরন তুষারের মতো হয়ে হয়ে গিয়েছে।
হ্রদের বিষাক্ত ফেনা যাতে জলের পাইপে কোনওমতে ঢুকে যেতে না পারে সেজন্য কর্নাটক দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে, যে সব কোম্পানি জল সংশোধন না করেই সরবরাহ করে তাদেরকে নোটিস পাঠানো হয়েছে।
লেক ছাড়িয়ে রাস্তার ওপর উঠে এসেছে ফেনার স্তর। বাতাসেও উড়ে বেড়াচ্ছে। তার সাথে বেরোচ্ছে ঝাঁঝালো গন্ধ। গত দু'দশক ধরে এমনই চলছে বেঙ্গালুরুতে। তবে গত বছর থেকে যেন পরিস্থিতি একটু বেশিই খারাপ। গত বছর ফেব্রুয়ারি মাসে বেলান্দুর লেকে আচমকাই আগুন জ্বলতে শুরু করে। তার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এ বছর জানুয়ারি মাসেও একই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ হাজার সেনা নামানো হয়। দীর্ঘ ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। গত জুলাইয়েই বিষাক্ত ফেনা শহরের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা কোলারের ১৪০০ কোটি টাকার জল প্রকল্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

0 comments:
Post a Comment