রাজধানীতে কুকুর এবং বিড়ালের মাংস বিক্রি ও খাওয়া বন্ধের আহ্বান



ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের কর্তৃপক্ষ কুকুরের মাংস না খাওয়ার জন্য নগরীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। কারণ লোকজন কুকুরের মাংস খেলে সেটা নগরীর ভাবমূর্তি ক্ষু্ন্ন করে।

এছাড়া কুকুরের মাংস খেলে জলাতংক বা লেপটোপিরোসিসের মতো রোগ ছড়িয়ে পড়তে পারে বলেও তারা সতর্ক করে দিয়েছে।

হ্যানয় পিপলস কমিটি বলছে, হ্যানয় যে একটি সভ্য এবং আধুনিক রাজধানী, সেই ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে লোকজন কুকুরের মাংস খাওয়ার কারণে।




ভিয়েতনামে কুকুরের মাংস ভালো জনপ্রিয় তবে বিড়ালের মাংস কিছু জায়গায় কিনতে পাওয়া যায়।

হ্যানয়ের প্রায় ১০০০ দোকানে এখনো কুকুর এবং বিড়ালের মাংস বিক্রি হয়।কুকুর এবং বিড়ালের মাংস খাওয়া বন্ধেরও আহ্বান জানিয়েছে হ্যানয় পিপলস কমিটি।



Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment