স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অনেক দিন ধরে। ফলে স্ত্রীর প্রেমিককের পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।
নবদ্বীপের মাঝেরচর দক্ষিণপাড়ায় ওই ঘটনার পর তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন জখম মনফুল শেখের স্ত্রী বরকত বিবি।
মহিশূরা গ্রাম পঞ্চায়েতের মাঝেরচড়া দক্ষিণপাড়ার মমতাজ বিবির সঙ্গে প্রতিবেশী যুবক মনফুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অনেক দিন ধরে।
ওই বধূর স্বামী আনোয়ার, কর্মসূত্রে বাইরে থাকায় মনফুল প্রতিদিন রাতে মমতাজের বাড়ি আসত বলে অভিযোগ।
কয়েক দিন আগে ঘটনার কথা জানতে পারে মমতাজের স্বামী। এরপর বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রীকে দিয়ে ওই যুবককে ফোনে ডেকে পাঠান নিজের বাড়িতে। স্বামী যে ফাঁদ পেতেছে, ঘুণাক্ষরে তা বুঝতে পারেননি ওই যুবক। ঘরে ঢোকার পর হাত-পা বেঁধে তাঁর পুরুষাঙ্গে আনোয়ার ব্লেড চালায় বলে অভিযোগ।
পুলিশ ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত মমতাজ বিবি ও তার স্বামী আনোয়ার মণ্ডল পলাতক।

0 comments:
Post a Comment