উত্তর দিল্লির একটি স্কুল থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে ৩ বছরের শিশুকন্যা। রক্তের দাগ জামায় দেখতে পেয়ে চিকিত্সকের কাছে নিয়ে যায় পরিবার। চিকিত্সক জানান, যৌন নির্যাতনের শিকার হয়েছে মেয়েটি।
স্কুলে অভিযোগ জানাতে গেলে, চিকিত্সকের বয়ান, নানা টেস্টের রিপোর্ট সত্ত্বেও স্কুল গোটা ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে। স্কুল চত্ত্বরে এরকম কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করে তারা।
পুলিশের পক্ষ থেকেও কোনও রকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকেও বলে দেওয়া হয় স্কুল চত্বরে কোনও কিছু ঘটেনি। যা ঘটেছে বাড়িতেই হয়েছে বলে দাবি করে পুলিশ। কারণ তারা নাকি স্কুলে সব সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেছে, সেখানে কোনও অস্বাভাবিকতা নাকি নজরে আসেনি পুলিশের।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচার চাইলেন দিল্লির ৩ বছরের ধর্ষিতা শিশুকন্যার অভিভাবকরা। একটি ভিডিও প্রকাশ করে ফেসবুকে বিচার চেয়েছেন তাঁরা।
মেয়েটির বাবা ফেসবুক ভিডিওতে বলেন দয়া করে যেন কোনও সাহায্যের হাত এগিয়ে আসে। পরে মেয়েটির পরিবার, তাদের আত্মীয়রা ও প্রতিবেশিরা মিলে প্রায় ১৫০ জন স্কুলের বাইরে বিক্ষোভ দেখান। সঠিক বিচারের দাবি তোলেন।
মেয়েটির পরিবারের পক্ষ থেকে ফেসবুক ভিডিওতে জানানো হয় 'আমরা চিন্তিত, উদ্বিগ্ন, দয়া করে আমাদের সাহায্য করুন। সুবিচার ছাড়া আর কিছু চাই না আমরা। আমাদের ভয় দেখানো হচ্ছে।
ফেসবুক ভিডিওতে মেয়েটির অভিভাবকরা জানান এর আগেও তাদের সন্তানের সঙ্গে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। বেশ কয়েক বার মেয়েটির পেটে ব্যাথার কথা জানিয়েছে। বেশ কয়েক বার গোপনাঙ্গে ব্যথার কথাও জানিয়েছে স্কুল থেকে ফেরার পর।

0 comments:
Post a Comment