পুজোর আগে সুখবর ট্রেনযাত্রীদের জন্য । ৪০টি দুরপাল্লার ট্রেনে ফ্লেক্সি ফেয়ার নীতি তুলে দিতে চলেছে ভারতীয় রেল। এমনকী ১০২টি ট্রেনে শেষ মুহূর্তে আসন সংরক্ষণের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিতে চলেছে রেল।
এই পদ্ধতিতে প্রতি ১০ শতাংশ আসন ভরে গেলে টিকিটের দাম ১০ শতাংশ করে বেড়ে যেত এবং সর্বাধিক ৫০ শতাংশ বাড়ত।
প্রায় ফ্লেক্সি ফেয়ার নীতির ফলে বিমানযাত্রার চেয়েও দামি হয়ে পড়েছিল রেলে ভ্রমণ। ট্রেনের ভাড়া হয়ে পড়ছে বিমান ভাড়ার চেয়ে বেশি ফলে যাত্রীরা ট্রেনের বদলে প্লেনকে বেছে নিচ্ছিল।
রেলে যাত্রার চারদিন আগে ১০২টি ট্রেনে আসন সংরক্ষণের ওপর ৫০ শতাংশ ছাড় দেওয়া ছাড়াও আরও ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে সেইসব ট্রেনে যেখানে ৬০ শতাংশের কম আসন সংরক্ষণ হয়। এই খবর নিঃসন্দেহে যাত্রীদের কাছে পুজোর আগে খুশির বার্তা।

0 comments:
Post a Comment