ব্রিটিশ আমল থেকেই কলকাতার পুলিশ কর্মীদের উর্দির রং ছিল সাদা। সেই রেওয়াজ স্বাধীনতার পরবর্তী সময়েও চলছে বছরের পর বছর ধরে। পুলিশের উর্দির রঙ ব্রিটিশের সময়ের মতোই পরবর্তী সময়েও একই রয়ে যায়।
এবার কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের কর্মীদের উর্দির রং হতে যাচ্ছে সাদা। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাবে এমনই সম্ভাবনাই উঁকি দিচ্ছে। কলকাতার মতোই জেলা পুলিশের পোশাকও খাকি থেকে পালটে হবে সাদা।
সবকটি কমিশনারেট-সহ রাজ্য জুড়েই পুলিশ কর্মীদের উর্দির রং পরিবর্তন করা হবে। নির্দেশিকার জেরে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পর্যন্ত পুলিশকর্মীদের গায়ে উঠতে চলেছে সাদা রঙের উর্দি।
খাস কলকাতায় পুলিশকর্মীদের উর্দির রঙে তফাত্ আছে। আইপিএস পদমর্যাদার অফিসাররা খাকি পোশাক পরেন। কিন্তু, ওসি হোন কিংবা কনস্টেবল, থানায় যাঁরা চাকরি করেন, তাঁদের উর্দির রং সাদা। শুধু তাই নয়, শহরতলির বহু এলাকার আবার রাজ্য পুলিশের অধীনে। সেখানে খাকি উর্দিতে দায়িত্ব পালন করেন পুলিশকর্মী।
সেই ভেদাভেদটাই মুছে দিতে চাইছে প্রশাসন। স্বরাষ্ট্র দপ্তরের বক্তব্য, সাদা উর্দিতে ভিড়ের মধ্যেও পুলিশকর্মীদের সহজে চেনাও যায়। জানা গিয়েছে, পুলিশকর্মীদের উর্দির রঙ বদলের প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে. সবুজ সংকেত মিললেই এ রাজ্যে পুলিশকর্মীদের গায়ে উঠবে সাদা পোশাক।
তবে ইনস্পেক্টরের ওপর থেকে আইপিএস পর্যন্ত পদমর্যাদার আধিকারিকদের উর্দির রং খাকিই থাকবে।

0 comments:
Post a Comment