কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক নিষিদ্ধ করল ৩২৮টি ওষুধ, যা খেলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখোমুখি হন রোগীরা



কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক নিষিদ্ধ করল ৩২৮টি ওষুধ। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানিকে বাজার থেকে অন্তত ৬ হাজারটি ব্র্যান্ডের ওষুধ তুলে নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই তালিকায় রয়েছে স্যারিডন, ট্যাক্সিম, ভিক্স অ্যাকশন ৫০০, অ্যালকেম ল্যাবরেটরির ট্যাক্সিম এ-জেড এবং ম্যাকলয়েড ফার্মার প্যানডার্ম প্লাস মলম, গ্লুকোনর্ম পিজি, অ্যান্টিবায়োটিক লুপিডিকলক্স, ডি'কোল্ড ইত্যাদি।

অবিলম্বে এই ওষুধগুলির উত্‍পাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

নিষিদ্ধ হওয়া ওষুধগুলি হল ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি)-এর। যা ২টি বা তার থেকে বেশি ওষুধ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি হয়েছে এই ওষুধগুলি। যার ফলে রোগীর একটি ওষুধ দরকার হলেও খেতে হচ্ছে আরও ওন্য ওষুধ, যা রোগীর শরীরে কোন প্রয়োজন নেই।

এই ওষুধগুলি খাওয়া মানে ওষুধের অতিরিক্ত ব্যবহার। যার ফলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখোমুখি হন রোগীরা।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন ওষুধ প্রস্তুতকারকেরা তবে ওষুধগুলি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষেই রায় যায়।


Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment