দেশের ৯০ শতাংশ বাড়িতে তৈরি হয়েছে শৌচালয়। মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযান প্রচারের সুফল। দেশের জনগণ পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এখন অনেক সচেতন। এখন বেশিরভাগ মানুষ আর খোলা মাঠে প্রাকৃতিক কাজ করতে যায় না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''দেশের ৯০ শতাংশ বাড়িতে শৌচালয় রয়েছে।'' ৪.১৫ লক্ষ গ্রাম, ৪৩০টি জেলা, ২৮০০টি শহর, ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্মল ঘোষণা করা হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানকে সফল করার জন্য দেশবাসীকে কৃতিত্ব দেন।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের। সকল দেশবাসীকে সেই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মোদী বলেন, ''এই কর্মসূচি চলবে ২ অক্টোবর পর্যন্ত।''
তিনি বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মাত্র ৪০ শতাংশ বাড়িতে শৌচালয় ছিল। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর এখনও অবধি ৮.৩ কোটি শৌচালয় তৈরি হয়েছে।
বছর খানেক আগে ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা এখন সফল হয়েছে, দেশের মানুষ আর খোলা মাঠে প্রাকৃতিক কাজ করতে যায় না।

0 comments:
Post a Comment