ভেসে আসছিল আর্তনাদ, ধ্বংসস্তূপ পাওয়া গেল শ্রমিকের নিথর দেহ



সেতুর ধ্বংসাবশেষের ফাটল থেকে ভেসে আসছিল শ্রমিকের আর্তনাদ। শোনা যাচ্ছিল, বাঁচার আর্তি 'কই হ্যায় কয়া?'। সেই ধ্বংসস্তূপ পাওয়া গেল শ্রমিকের নিথর মৃতদেহ। এনিয়ে মাঝেরহাট সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।

দেহ সনাক্ত করা গিয়েছে। মুর্শিদাবাদের বাসিন্দা প্রণব দে মেট্রোর ঠিকা শ্রমিকের কাজ করতেন। এদিন দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন প্রণববাবুর পরিবার। মঙ্গলবার মারা গিয়েছিলেন বেহালার শীলপাড়ার বাসিন্দা সৌমেন বাগ।

ধ্বংসাবশেষের তলায় অনেকেই আটকে পড়তে পারেন বলে আশঙ্কা করছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সেতুর নীচে অস্থায়ীভাবে থাকছিলেন মেট্রোর নির্মাণশ্রমিকরা।

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার জন্য মেট্রো প্রকল্পকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রাথমিক তদন্তের পর 'রাইটস' যে রিপোর্ট দিয়েছিল, তা পুরোপুরি অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মেট্রোর কাজের জন্যই দুর্ঘটনা ঘটেছে। মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য যে কম্পন তৈরি হয় তাতে মনে হয় ভূমিকম্প হচ্ছে। সেই কম্পনের ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সকলের তত্‍পরতায় তা থেকে রক্ষা পেয়েছে শহরবাসী। কয়েকদিন অসুবিধা হলেও তা মেনে নেওয়ার অনুরোধ জানান দক্ষিণ কলকাতা তথা বেহালাবাসীকে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment