১ অক্টোবর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে টোল ট্যাক্স দিতে হবে না বাইক এবং স্কুটার চালকদের । বছরে দ্বিতীয় হুগলী সেতু দিয়ে গাড়ি চলাচল করে প্রায় তিন কোটি ১১ লক্ষ, যার মধ্যে বাইক চলে প্রায় ৯০ লক্ষ।
এই বাইকের টোল মুকুব করার ফলে রাজ্যের রাজস্ব ক্ষতি হবে ৫ থেকে ৬ কোটি টাকা। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
যানজট এড়াতেই এই ক্ষতি মেনে টোল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তে বেশ খুশি বাইক ও স্কুটার আরোহীরা।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরেই দ্বিতীয় হুগলী সেতুর উপর চাপ বেড়েছে। কার্যত ভোররাত থেকে সেতুর উপর তৈরি হয়ে যায় যানজট। এর মধ্যে প্রায় কয়েক লক্ষ স্কুটার-বাইক সেতু পারপার করে। যার ফলে যানজট আরও তীব্র আকার নেয় বলেই মনে করছে রাজ্য প্রশাসন। আর তা কমাতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
বিদ্যাসাগর সেতুতে ২ চাকার যানে ৫ টাকা করে টোল চার্জ দিতে হয়। এই সেতুতে দিনে প্রায় ৩ কোটি গাড়ি চলে। তার মধ্যে প্রায় ৯০ লক্ষ ২ চাকার যান থাকে রোজই। ফলে টোল চার্জ উঠে গেলে রাজস্ব আদায়ে ঘাটতি হলেও টোল দেওয়ার জন্য যানের দীর্ঘ লাইন এবং মানুষের বিরক্তি দূর করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। টোল ফ্রি ২ চাকার যানের জন্য আলাদা লেনও করা হবে, বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

0 comments:
Post a Comment