২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত মমতার সময়ে বাংলার বুকে ভেঙে পড়ল চারটি উড়ালপুল। যার তিনটি ভাঙে কলকাতায়। একটি উত্তরবঙ্গের শিলিগুড়িতে।
যার মধ্যে রাজ্যে সব চেয়ে বড় উড়ালপুল বিপর্যয়টি ঘটে ২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা ভোটের ঠিক মুখে দিনে দুপুরে ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুল। ভয়াবহতা, মৃতের সংখ্যা সব কিছুতে ছাপিয়ে যায় এই দুর্ঘটনা। ২৬ জন প্রাণ হারান, জখম হন ৮৯ জন।
বাইরে থেকে দেখতে ঝাঁ চকচকে। সেতুর উপর নীল সাদা রঙের প্রলেপ। কিন্তু ভিতরের কাঠামো ভগ্নপ্রায়। মাঝেরহাট সেতু দিয়ে চলাচলের সময়ই বুঝেছিলেন স্থানীয়রা। প্রশাসনের কাছে একাধিকবার অনুরোধও করেছিলেন। কান দেয়নি প্রশাসন। পরিণাম, ভয়াবহ দুর্ঘটনা। বিপর্যয়ের পর অভিযোগ মাঝেরহাটের সাধারণ মানুষের।
বছর চল্লিশের পুরনো মাঝেরহাট সেতু। বেহালা, বজবজ, মহেশতলা থেকে শহরে প্রবেশের 'লাইফ লাইন'। প্রত্যেকদিন হাজার হাজার গাড়ি এই সেতু পেরিয়েই ঢোকে কলকাতায়। ফলে সেতুর নজরদারির প্রয়োজন ছিল জরুরী। স্থানীয়দের অভিযোগ সেই নজরদারিতেই ভয়ানক গাফিলতি ছিল প্রশাসনের।

0 comments:
Post a Comment